ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

ঝিনাইদহে হরতাল ও অবরোধে যুবদলের মিছিল

বাংলাদেশ বার্তা-: ২২ জানুয়ারি ২০১৫: চলমান অবরোধের মধ্যে ঝিনাইদহে ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। জেলা থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যানবাহন। তবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যানচলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকান পাট, ব্যাংক বীমা ব্যবসা প্রতিষ্ঠান। তবে স্কুল, কলেজ, সরকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে হরতাল সমর্থনে সকালে শহরের আরাপপুর বাসস্টান্ড ,চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড,হাটের রাস্তা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এসময় পুলিশ এলে বিক্ষোভ কারীরা পালিয়ে যায়। এছাড়াও সকালে জেলার কালীগঞ্জে অবরোধ সমর্থনে মিছিলের খবর পাওয়া গেছে। এদিকে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। তিনি বলেন নেতাকর্মীদের নামে কোন মামলা না থাকলেও তাদেরকে ধরে নির্যাতন করা হচ্ছে এবং পুরাতন মামলা দেখিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন ৪৮ ঘন্টার হরতালে ঝিনাইদহ জেলা থেকে ২০ দলীয় ২১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 
তবে জেলায় যেকোন প্রকার নাশকতা এড়াতে শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
উৎসঃ ঢাকার নিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন