ন্যায়সঙ্গত কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা এদেশে নেই বলে মন্তব্য করেছেন খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
গণতন্ত্র বলতে যা বোঝায় বাংলাদেশে তা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘একদল বলছে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে, আরেক দল বলছে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তারা লড়ছে।’
‘কিন্তু এটা কোন গণতন্ত্র নয়, তাই আমাদের গণতন্ত্রের ধাপগুলো প্রতিষ্ঠিত করা দরকার।’ঢাকায় বিবিসির সাংবাদিকের সঙ্গে মত প্রকাশকালে এসব কথা বলেন তিনি।
গণতন্ত্র নিয়ে কি ভাবছে শিল্পী-সমাজ? বিবিসির এমন প্রশ্নের জবাবে নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, গণতন্ত্র নিয়ে রাজনীতিবিদরা যে আচরণ করছে এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এ অবস্থা একজন শিল্পীর কাছে অনেক বেশি স্পর্শকাতর একটি ব্যাপার।
শিল্পীদের বরাবরই দুটি বিবদমান পক্ষ থেকেই চাপের মুখে থাকতে হচ্ছে উল্লেখ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা বলেন, ন্যায় কথা বলার এবং মত প্রকাশের ব্যাপারে স্বাধীনতা এদেশে নেই। তার ভাষায় এদেশে জনগণের ক্ষমতায়ন নেই, সরকার ও বিরোধীদের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। চলমান এ অবস্থার জন্য রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভই দায়ী বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন