22 Jan, 2015 রংপুর জেলার মিঠাপুকুরে এক জামায়াত নেতাকে তার স্ত্রীসহ পুলিশ তুলে নিয়ে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ অভিযোগ করেন।
এ সময় মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে অবিলম্বে তাদের পরিবার-পরিজনদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি রাতে আইন-শৃঙ্খলা বাহিনী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে তুলে নিয়ে যায়।
আইন-শৃঙ্খলা বাহিনী আল-আমীনকে থানায় নিয়ে গুলি করে আহত করেছে এবং তার হাত ভেঙ্গে দিয়েছে। তাদেরকে তুলে নেয়ার পরে এক সপ্তাহ অতিবাহিত হওয়া সত্ত্বেও তাদের কোথায় কোনো অবস্থায় রাখা হয়েছে তা এখনও তাদের আত্মীয়, পরিবার-পরিজন জানে না।
বিবৃতিতে অভিযোগ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও এ ব্যাপারে তারা কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
এতে বলা হয়, কোনো মহিলাকে তার বাসা থেকে উঠিয়ে নেয়ার পরে আদালতে সোপর্দ না করে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দিনের পর দিন আটক করে রাখা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।
‘বর্তমান সরকার নারীদের অধিকারের কথা বলে। অথচ নারীদের মর্যাদা ও সম্মানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সরকার বিনা কারণে নারীদের আটক রেখে গোটা নারী সমাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে’ বিবৃতিতে যোগ করা হয়।
এতে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক কেউ আটক বা গ্রেফতার হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তাকে কোর্টে হাজির করার সাংবিধানিক ও আইনগত বাধ্য-বাধকতা থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ তা করছে না।
উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন