"১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যাকারী জুলফিকার আলী ভুট্টোকে বঙ্গবন্ধুর গালিচা সংবর্ধনা ও জড়িয়ে ধরা এবং তোফায়েল আহমেদ জাতীয় সৃতিসৌধে নিয়ে যান নাই?"
জুলফিকার আলী ভুট্টো ,পাকিস্থান পিপলস পার্টির চেয়ারম্যান তখন। এবং ৭১,৭২, ৭৩ এ প্রেসিডেন্ট। সেই জুলফিকার আলী ভুট্টো যখন ১৯৭৪ সালে বাংলাদেশে আসেন তখন বঙ্গবন্ধু কি তাকে লাল গালিচা সংবর্ধনা দেন নাই? বুকে জড়িয়ে ধরেন নাই? রাষ্ট্রীয় অথিতি ভবনে আলাপ করেন নাই? এবং তাকে নিয়ে মাননীয় তোফায়েল আহমেদ কনডাকটিং মিনিস্টার হিসেবে জাতীয় সৃতিসৌধে যান নাই? বাংলাদেশে দাঁড়িয়ে সশস্র সালাম নেন নাই? তাহলে ওইটা আরেকটা পরিস্থিতি। আপনি আপনার পূর্বের এতো বড় শত্রুকে ও রিসিব করতেছেন রাষ্ট্রীয় প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। কিন্তু এখন আমরা সংলাপে বসতে পারছি না দেশের প্রয়োজনে।" ---- মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন