31 Jan, 2015 খাওয়ার পর বিল চাওয়ায় চট্টগ্রামে একটি হোটেল ছাত্রলীগ কর্মীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে আগ্রাবাদ সিজিএস কলোনীর ছাত্রলীগ কর্মী মনছুরসহ চার-পাঁচজন বাদামতলী মোড়ের আয়োজন রেস্তোরাঁয় খাবার খায়। যাওয়ার সময় রেস্তোরার ব্যবস্থাপক বিল চাইলে মনছুর দোকান মালিকের ওপর চড়াও হন। এ সময় তারা দোকানের সামনে রাখা দুইটি বিরিয়ানির পাত্র রাস্তার ফেলে দেন এবং হোটেলের দরজা-জানালা ভাংচুর করেন। একপর্যায়ে তারা দোকানের চুলো উল্টে দিলে দোকানে আগুন ধরে যায়।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময় ঘটনাস্থলের ১০ গজের মধ্যে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার সমকালকে বলেন, 'খাবারের বিল চাওয়ায় একটি হোটেলে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ মুখ খুলছে না।' (সমকাল অনলাইন সংস্করণ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন