ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

হরতাল কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান: জনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে সরকার হত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে -অধ্যাপক মুজিব

বাংলাদেশ বার্তা: ২০ দলীয় জোট ঘোষিত আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গতকাল বুধবার বিবৃতি দিয়েছেন। 
বিবৃতিতে তিনি বলেন, গত ১৩ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলী করে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। এই ঘটনার দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না। রিয়াজ রহমানকে গুলী করে হত্যার ষড়যন্ত্র ও দেশব্যাপী সরকারের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে সরকার হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সরকারের এ জুলুম থেকে বাঁচার জন্য আন্দোলন ছাড়া দেশবাসীর আর কোন পথ নেই। 
তিনি আরো বলেন, দেশের জনগণের জান-মালের কোন নিরাপত্তা নেই। জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামের তালিকা করে তাদের গণহারে গ্রেফতার, গুম ও হত্যা করার জন্য সরকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। গণবিচ্ছিন্ন এ জালেম সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডারের ন্যায় ব্যবহার করে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এই জালেম সরকারের হাত থেকে দেশ ও জাতিকে উদ্ধার করার জন্য দল-মত নির্বিশেষে ২০ দলীয় জোটের নেতৃত্বে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। 
২০ দলীয় জোট ঘোষিত চলমান অবরোধ কর্মসূচি ও আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন