রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে শনিবার সকালে শ্যামলীতে মিছিল বের করলে পুলিশ তাতে হামলা চালিয়ে সেখান থেকে ৫ জনকে আটক করে।
বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে সকাল ৮টার দিকে শামলীতে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ রিপন, সেক্রেটারী সাঈদুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলিম, প্রচার সম্পাদক গোলাম হায়দার সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, স্পোর্টস ও সমাজসেবা সম্পাদক বখতিয়ার সিদ্দীকি তুহিন, আইন সম্পাদক জোবায়ের হোসেন রাজন প্রমূখ।
মিছিল শেষে সমাবেশে শিবির নেতারা বলেন, জনতার আন্দোলনে দিশেহারা হয়ে ফ্যাসীবাদী সরকার এখন হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে নিজেদের অবৈধ মতাকে দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তাদের ষড়যন্ত্র জনগণ কখনোই সফল হতে দেবে না। সরকারকে হঠকারিতা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহবান জানান তারা। এ সময় শেরে বাংলা নগর থানা পুলিশ হামলা চালিয়ে সেখান থেকে ৫ নেতাকর্মীকে আটক করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন