মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত
মারজানের স্ত্রী রোকাইয়া খানম লুখি সংবাদ সম্মেলন করেছেন। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডের এক আত্মীয়ের বাসা থেকে আব্দুল বাসেত মারজানকে গ্রেফতার করে সাদা পোষাকধারী ডিবি পুলিশ। এরপর থেকে তার (আব্দুল বাসেত মারজান) এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদ
সম্মেলনে মারজানের মেয়ে সাবিহা ও ছেলে হাসিন উপস্থিত ছিলেন।
রোকাইয়া খানম দাবি করেন, আব্দুল বাসেত মারজানের নামে কোন ওয়ারেন্ট ছিল না। তারপরও ডিবির পুলিশ তাকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে রেখেছে। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল বাসেত মারজান বিপুল ভোটে (১ লাখ ৬ হাজার) জয়লাভ করেন। এরপরও, একজন জনপ্রিয় ভাইস চেয়ারম্যানকে ৪ বার হাজত বাস করতে হয়েছে। একেরপর এক মামলায় ফাঁসানো হয়েছে তাকে। তিনি সরকার ও প্রশাসনকে তার স্বামীকে ফিরিয়ে দিয়ে-নিজের ও সন্তানদের নিরাপত্তা প্রদানে অনুরোধ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন