বুধবার সন্ধ্যায় বন্ধুর বাসায় বেড়াতে গেলে পুলিশ কর্তৃক আটকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়েল মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক, বাড্ডা মাদ্রাসার কামিলে পড়ুয়া ছাত্র মহিউদ্দিন, শোয়েব ও কাউসারের অবস্থান জানাতে অস্বীকার করায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তাদের অভিভাবকেরা।
বুধবার রাতে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের পরিবার দাবি করে, ‘আবু বকর সিদ্দিক বাড্ডায় তার বন্ধু মহিউদ্দিনের বাসায় বেড়াতে যায়। কোন কারণ ছাড়াই সন্ধ্যা ৭টায় সেখান আবু বকরের সাথে মহিউদ্দিন, শোয়েব ও কাউসারকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাদের আটকের কথা পুলিশ স্বীকার করছে না। এতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি। আমাদের জানা মতে, আমাদের এই চার সন্তান কোন ধরণের রাজনীতি বা কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়। এর পরও আমাদের সন্তানেরা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার কথা। কিন্তু বার বার যোগাযোগের পরও পুলিশ তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করছেনা। যা আমাদের আরও উদ্ধিগ্ন করে তুলেছে।
এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, এই ৪ ছাত্র পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’
গ্রেফতারকৃতদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন
আবু বকর সিদ্দিকের বাবা-মোহাম্মদ উল্লাহ ভূইয়্যা, কুমিল্লা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন