ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

আমরা ভারতের কাছ থেকে এতো কিছু শিখি, একটু গণতন্ত্র শিখতে পারি না?

মোস্তফা সারওয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, ভারতে বসে বসে মিটিংএর ফাঁকে ফাঁকে ফেসবুকের প্রোফাইলে প্রোফাইলে বাংলাদেশকে খুঁজেছি। সচরাচর অন্যের প্রোফাইল দেখার সুযোগ হয় না। 
ঘুরে ঘুরে যে ছবি দেখেছি তা চরম আশাবাদী মানুষকেও হতাশ করে তুলবে।   
আওয়ামীলীগের বন্ধুদের প্রোফাইলে গিয়ে দেখি ওরা যুদ্ধে আছে। বিএনপির প্রোফাইলে গিয়ে দেখি ওরাও যুদ্ধে আছে। 
আর আমি শুধু দেখি অন্ধকার। মুখোমুখি বসিবার কেউ নেই। আছে শুধু অন্ধকার। 
যে ঘোড়া পিঠে চড়েছি আমরা দুই দল ইতিহাস সাক্ষ্য দেয় এ এক অন্ধ ঘোড়া যার কেবল পতনের রাস্তাটাই চেনা আছে। আর আমরা যারা যুদ্ধের দামামা বাজিয়ে চলেছি তাদের চোখে যাদুকর পড়িয়ে দিয়েছে এক ঠুলি আর হাতে ধরিয়ে দিয়েছে তর্কশাস্ত্রের বাহাত্তর খন্ড পুস্তক। আমাদের দিলে তাই রহম নাই, আমাদের দেশে প্রজ্ঞা বলে কোন শব্দ নাই, আমাদের অভিধানে ক্ষমা বলে কোনো বস্তু নাই।
আমাদের ধর্মের নাম “নির্মূল ধর্ম”। আমি তোমাকে, তুমি আমাকে- চল নির্মুল নির্মুল খেলি। কখনো গ্রেনেড, কখনো পেট্রোল বোমা, কখনো রাজার বন্দুক। চল মারি অবিশ্বাসিরে। আর এই করতে গিয়ে যুদ্ধের ময়দানে যদি কিছু অযোগ্য, অপদার্থ  সাধারণ প্রাণ পুড়ে কয়রা হয় হোক। ওসব ইতিহাসের জ্বালানি।
আহ্!
আহ্!
আমরা ভারতের কাছ থেকে এতো কিছু শিখি, একটু গণতন্ত্র শিখতে পারি না? 
উৎসঃ এমটি নিউজ.২৪.কম




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন