বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় “বিস্ফোরক আনে চার দল মিলে” এবং শেষ পৃষ্ঠায় “বিপর্যস্ত জামায়াত তবু সক্রিয় মাঠে” শিরোনামে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দু’টি রিপোর্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা কল্পকাহিনী প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, এ দু’টি রিপোর্টই সম্পূর্ণ অবাস্তব ও কাল্পনিক। প্রথম পৃষ্ঠায় ‘বিস্ফোরক আনে চার দল মিলে’ শিরোনামের রিপোর্টে ‘জামায়াত হরতালে বিস্ফোরক, বোমা, ককটেল, পেট্রোল বোমার ব্যাপক ব্যবহার করছে। অবৈধ বিস্ফোরক আমদানি সরবরাহের সঙ্গে জামায়াত-শিবিরের ২৪ জন জড়িত। বোমা ও ককটেল বেচা-কেনায় জামায়াত-শিবিরের ১০৬ জন জড়িত’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কখনো বিস্ফোরক, বোমা ও পেট্রোল বোমা ব্যবহার করে না। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারো সাথে ককটেল ও বোমা বেচা-কেনা বা সরবরাহের কোন সম্পর্ক নেই। এগুলো সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। জামায়াতে ইসলামী হরতাল পালন করে সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে। বিচার কার্যক্রমের বিরুদ্ধে জামায়াতে ইসলামী কখনো হরতাল আহ্বান করে না এবং পালনও করে না।
বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় ‘বিপর্যন্ত জামায়াত তবু সক্রিয় মাঠে।’ শিরোনামের রিপোর্টের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি জানাতে চাই যে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠভাবে আন্দোলন করে যাচ্ছে। বিপর্যস্ত হওয়ার প্রশ্নই আসে না। বাসে আগুন দেয়া, বোমা হামলা, বিস্ফোরণ ঘটানোসহ কোন সহিংস কর্মকাণ্ডের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।
কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য তিনি বাংলাদেশ প্রতিদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন