সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাব দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামীকাল বৃহস্পতিবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভ.নেট ফেজ-২ (ইনফো সরকার-২) প্রকল্পের আওতায় সরকারি কার্যক্রমকে আরো ত্বরান্বিতকরণের লক্ষ্যে সারা দেশের সরকারি কর্মকর্তাদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলা পর্যায়ের ৩০টি সরকারি অফিস এবং জেলা পর্যায়ের ৫৫টি সরকারি অফিস একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসসমূহের সাথে ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার লক্ষ্যে ৪২১টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ ৮০০টি অফিসে ভিডিও কনফারেনিসং ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ৪৮৫টি উপজেলার অফিসগুলোতে রাউটারে অব্যাহতভাবে চালু রাখতে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়কে ওয়াইফাইয়ের আওতায় আনাসহ দেশের উল্লেখযোগ্য ১২টি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় যশোরে একটি ডাটা রিকভারি সেন্টার স্থাপন করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করবেন সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি সারা দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসঃ লন্ডন বাংলা নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন