ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

মায়ের তুলনা শুধুই মা

বাংলাদেশ বার্তা: ২০ জানুয়ারী ২০১৫: মায়ের তুলনা শুধু মা। পাশের ছবিটি কি বলছে, মা ছাড়া এমন ভালবাসা আর কউ দিতে পারে না। আমাদের দেশী ভাষায় একটি কথা প্রচলিত আছে, তা হলো- মায়ের চেয়ে যে বেশি ভালবাসে, সে ডাইনী। অর্থাৎ মায়ের চেয়ে কউ বেশি ভালোবাসতে পারে না। কউ যদি মায়ের চেয়ে বেশি ভালবাসা দেখায় বুঝতে হবে, তার কোন মতলব আছে। সেই উদ্দেশ্য সাধনের জন্যই অতি ভালবাসা প্রদর্শন করছে। 
আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে সাংবাৎসরিক বন্যা হয়ে থাকে। আমাদের দেশের কিছু এলাকা আছে যা বন্যা কবলিত হয় প্রায় প্রতি বছর। যে এলাকায় বন্যা হয়, সেই এলাকার মানুষ হতে শুরু করে পশু-পাখির যে বর্ণনাতীত দুঃখ-কষ্ট হয়, তা স্বচোক্ষে না দেখ লে বুঝা যায় না। আলোচিত চিত্রটি বাংলাদেশের বন্যা কবলিত এলাকার এক মায়ের সন্তানের প্রতি ভালবাসার চিত্র। মা তার সন্তানকে বন্যার পানির কবল থেকে সুরক্ষার জন্য টুকরিতে করে বহন করে নিয়ে যাচ্ছে। চিত্রে দেখা যাচ্ছে, পথ যেমন সুদূর, পানিও মায়ের প্রায় গলাবধি। সন্তানের জন্য এমন কষ্ট শুধু মা’ই করতে পারে। অন্য কউ নয়; এমন কষ্টের মধ্যেও মায়ের মনে আছে বিরাট সুখানুভূতি। একবারের ঘটনা- ডেমরা ঘাটে শীতলক্ষা নদীতে একনৌকাডুবিতে সন্তান পানিতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মাও নদীতে ঝাপ দেয়, সন্তানকে বাঁচাতে গিয়ে সেই মা আর জীবিত ফিরে আসেনি। সন্তানের ভালবাসাই তাকে নদীতে ঝাপ দিয়ে জীবন দিতে হলো। 
সন্তানদের উচিত মায়ের ভালবাসার মূল্যায়ণ করা। জনৈক সাহাবী (রাঃ) আমাদের মহানবী (সঃ) কে পিতা-মাতার মধ্যে কার বেশি হক আগে জিজ্ঞাসা করায় রাসূল (সঃ) বলেন, তোমার মায়ের, সাহাবী (রাঃ) আবারও জিজ্ঞাসা করলেন, তারপর কার? রাসূল (সঃ) বলেন, তোমার মায়ের, ঐ সাহাবী (রাঃ) আবারো জিজ্ঞাসা করলেন এরপর কার? রাসূল (সঃ) তৃতীয়বারও বলেন, তোমার মায়ের। ঐ সাহাবী চতুর্থবারের জিজ্ঞাসার জবাবে রাসূল (সঃ) বলেন, তোমার বাবার। 
এখান থেকে বুঝা যায় মায়ের অগ্রাধিকার। বাস্তবতা হলো, মায়ের তুলনা শুধুই মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন