আসিফ আকবর |
তেতাল্লিশ বছরের জঞ্জাল পরিস্কার করতে প্রস্তুত হচ্ছে তরুণ প্রজন্ম। নিহত শিশু জিহাদকে যেভাবে ৬০০ ফিট গর্ত থেকে উদ্ধার করেছে, ঠিক সেভাবেই আমাদের দেশটাকেও কলুষতার অতল গহব্বর থেকে উদ্ধার করবে তারুন্য, তবে জীবিত। টকশো, নিউজের গতানুগতিক সিরিয়ালে তাদের আগ্রহ নেই। তারা কোন মাইক দখলকারী ভাম কিংবা সং এর পেছনে ঘুরবেনা, সমাজে প্রতিষ্ঠিত কুলাঙ্গার,ভাই, মাস্তান,ডন,গডফাদার দের লেজুড় বৃত্তি করবেনা। বাংলাদেশের সংস্কৃতি থেকে ঐতিহ্যবাহী সিভিল ফোর্সকে বিতাড়িত করে অভদ্ররা যে জায়গা দখল করে বসে আছে, সেই মসনদ নড়তে শুরু করেছে। অনেক দুর্যোগের মধ্যেও তারুন্য এগুচ্ছে বাঁধভাঙ্গা জোয়ারের মত। তারাই বুঝে নিচ্ছে কোনটা ঠিক, কোনটা বেঠিক। কোন আদর্শের হালুয়া রুটি খাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেনা, তাদের অস্তিত্বে বাংলাদেশ, মাথায় কাজ করার নেশা, চেতনায় সুখী সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয়। দেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে। এটাই হবে তারুন্যের শক্তি। দেখে যেতে পারি বা না পারি , আগামী দশ বছরের মধ্যেই সমস্ত অচলায়তন ভেঙ্গে দেবে নয় কোটি তারুন্যের দূর্বার শক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন