বাংলাদেশ বার্তা ডেস্কঃ আগষ্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঘটনার পরপরই জরুরী সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা সাইফুল খালিদের মৃত্যু হয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরই আবাসিক হলগুলোতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে এ তল্লাশি শুরু হয়েছে।
বেলা সোয়া ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তল্লাশি অভিযান এখনও চলছে। সূত্র: যমুনা টিভি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন