বাংলাদেশ বার্তা: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানসহ পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেয়া হয়।
এতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদেরকে গণতান্ত্রিক অভিযাত্রার অগ্রসৈনিক হিসেবে ‘জাতীয় বীর’ ঘোষণা, যথাযথ আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের সদস্যদের চাকরিসহ পুনর্বাসন করা হবে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টা সরকারের নিজস্ব ‘গুণ্ডাবাহিনী’ ২০-দলীয় জোটের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে। আড়াই হাজার নেতাকর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কবি নজরুল কলেজের পাঁচ ছাত্রদল নেতাকে গুম করা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তাদের উদ্ধারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বিএনপি।
এ ছাড়া সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ২০-দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন