বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের শিবির কর্মী মো. জোবাইর(১৮) সন্ত্রাসীদের হাতে খুন হলেও গতকাল বৃহসপ্রতিবার স্থানীয় জাতীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকা এবং বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে ‘ট্রাকে আগুন দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিবির নেতা নিহত’ বলে উল্লেখ করেছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তারেক হোছাঈন ও সেক্রেটারী আসাদ উল্লাহ আদিল। এক যৌথ প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার রাতে চুনতি সিরাতুন্নবী(সা.) মাহফিল থেকে ফেরার পথে সন্ত্রাসীরা শিবির কর্মী মো. জোবাইরকে নৃশংস ভাবে হত্যা করে লোহাগাড়া উপজেলার চুনতি বাজারের দক্ষিণে বেড়ার দোকানের পাশে ফেলে যায়। প্রকাশিত সংবাদে ট্রাক চাপায় শিবির কর্মী নিহত উল্লেখ্য করে সচেতন মহলের দায়িত্বে থাকা সাংবাদিক সমাজ একটি তথ্যবিহীন সংবাদ পরিবেশন করেছে। যা সংবাদ ও সাংবাদিকদের জন্য কখনো কাম্য নয়। পরিবারের বরাত দিয়ে শুধুমাত্র জোবাইরের পড়ালেখা এবং পরিবারের কিছু কথা তোলা ধরা হয়েছে প্রকাশিত সংবাদে। পরিবারের দাবী, জোবাইরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটাও সংবাদে প্রকাশিত হয়নি। প্রকাশিত সংবাদে জোবাইরকে শিবিরের সাথী উল্লেখ্য করা হলেও শিবিরের সংশ্লিষ্ট কোন দায়িত্বশীলের বক্তব্য নেয়া হয়নি। কিভাবে যে জোবাইরের মৃত্যু হলো বা কারণটা। যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে তা শুধু পুলিশের একটি মনগড়া দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। পুলিশের বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশন করাটা শুধু একপেষেই হয়নি। বিপরীতে বঞ্চিত হয়েছে জোবাইর পরিবার ।
শিবিরের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামে দুই দিনের কর্মসূচী:
শিবির কর্মী মো. জোবাইরকে পরিকল্পিত ভাবে হত্যা করায় দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শিবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারী সালাউদ্দীন মাহমুদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ শিবির সভাপতি এমএইচ সোহেল ও সেক্রেটারী রেজাউল হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারী মহিউদ্দীন সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি তারেক হোছাঈন ও সেক্রেটারী আসাদ উল্লাহ আদিল প্রমুখ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম জেলার ছাত্রশিবিরের সকল শাখায় শুক্রবার শিবির কর্মী জোবাইরের রোহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শনিবার চট্টগ্রাম জেলায় বিক্ষোভ কমসূচী ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিত একটি হত্যাকান্ডকে পুলিশ তাদের দায়সাড়া বক্তব্য দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা করেছে। শুধুমাত্র শিবিরের কর্মী হওয়ার কারণে পুলিশ যদি এরকম বক্তব্য দিয়ে থাকে তাহলের দেশের ১৬কোটি মানুষ নিরাপত্তা হীনতায় রয়েছে। যা পুলিশের বক্তব্য দিয়ে বুঝা যায়। আগামীতে এধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটলে ছাত্রশিবির কখনো মেনে নিবে না। চলমান অবরোধ কর্মসূচীতে জনগণের সরকারবিরোধী যে সমর্থন সৃষ্টি হয়েছে তা বানচাল করতে এরকম অপ্রপ্রচার চালানো হচ্ছে। ছাত্রশিবির ত্যাগের বিনিময়ে হলেও কর্মসূচী বাস্তবায়ন করে যাবে। দ্রুত সময়ে শিবির কর্মী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে শিবির। আর পুলিশ ভাইদের প্রতি অনুরোধ জানান, যাতে সত্য ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মনগড়া বক্তব্য না দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন