গণতন্ত্র পুনরুদ্ধারে ঘোষিত কর্মসূচি চলছে এবং বিজয় না আসা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন ২০-দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করে এ কথা জানান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। সাক্ষাৎ শেষে শওকত মাহমুদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ঘোষিত কর্মসূচি চলছে এবং বিজয় না আসা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়া। আন্দোলন নিয়ে তার মনোবল আরো শক্তিশালী হয়েছে।’
ইজতেমা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইজতেমা নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। ‘বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের গ্রেপ্তার নিয়ে কথা হয়েছে’ যোগ করেন এই সাংবাদিক নেতা।
তিনি আরো জানান, পুলিশের নিক্ষিপ্ত পিপার স্প্রে আক্রান্ত হয়ে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সূত্র: আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন