ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

শহীদের রক্ত কখনো বৃথা যায় না-ড. রেজাউল করিম

ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই ভয়াবহ বিপদ মুসিবত ও দুঃখ লাঞ্ছনার মোকাবেলা করছে। এ আন্দোলনের কর্মীদের প্রাণান্তকর সংগ্রাম, অবর্ণনীয় জুলুম-হামলা-মামলা, দুঃখ-কষ্ট, সীমাহীন হয়রানি, যাতনাকর আঘাত, অমানবিক কারা নির্যাতন, বিরামহীন ক্ষুধা আর দুঃসহনীয় নির্বাসনের মধ্যে দিয়ে মানুষ যখন দেখতে থাকলো, কিছু লোক দিনের পর দিন মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু এ জমিনে আল্লাহর দ্বীন কায়েম ছাড়া তাদের কোনো স্বার্থ নেই। তখনই এই মহাসত্যের দাওয়াত সাধারণ মানুষের হৃদয়ে তীরের মতো বিদ্ধ হবে। ফলে সব মানুষ এসে শামিল হবে ইসলামী আন্দোলনে। আজও ইসলামী আন্দোলনকে সেই জনকল্যাণ, মানবদরদী ও গণমুখীতার জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। বিগত স্থানীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের ফলাফল তারই সাক্ষ্য বহন করে। তাই হাজারো জুলুম-নির্যাতন, হামলা-মামলা, কারাবরণ আর শহীদের রক্ত ইসলামী আন্দোলনকে বেগবান করছে একটি অপ্রতিরোধ্য শক্তিতে। কারণ মুমীনের চোখের পানি আর শহীদের রক্ত কখনো বৃথা যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন