08 Feb, 2015 ঢাকা কলেজের এক মেধাবী ছাত্রকে ‘গ্রেপ্তারের’ পর আইনশৃঙ্খলা তা অস্বীকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ওই ছাত্রের নাম আবু হাসান। তিনি ঢাকা কলেজে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স পার্ট-১ এ অধ্যয়ন করছেন।
পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, শনিবার সকাল আটটার দিকে সকালের নাশতা করতে বের হলে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে কলাবাগান থানা পুলিশ সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করে।
নিখোঁজ আবু হাসানের মা রোকেয়া খাতুন আরটিএনএনকে জানান, পরিবারের জানা মতে সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।
তিনি জানান, থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি ।
তিনি বলেন, পরিবার তার বিষয়ে ভীষণভাবে উদ্বিগ্ন এবং আশংকায় রয়েছে।
আবু হাসানের পিতার নাম মরহুম লিয়াকত আলী। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়।
উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন