১৫ ফেব্রুয়ারী ২০১৫: বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন ঢাকায় নব নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকোয়াং। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেয়ার পর সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে প্রথম সাক্ষাৎ শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সেগুন বাগিচার পররাষ্ট্র ভবনে মন্ত্রীর দপ্তর সংলগ্ন অতিথি কক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংস পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আশা করি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে বলে জানা গেছে।
ঢাকার নিউজ এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন