সৌদী কারাগারে নামায প্রতিষ্ঠায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থপান করলেন বাংলোদেশী কয়েদী
Prison chief kisses head of free prisoner .Man had been sentenced for involvement in road accident that resulted in the death of another man.
সড়ক দুর্ঘটনায় এক পথচারীকে মৃত্যুর দায়ে কারাদন্ড প্রাপ্ত বাংলাদেশী নাগরিক মো: আকবর আলীর আচরণে মুগ্ধ হয়ে তার জামিনের ব্যবস্থা করেন কারা কতৃপক্ষ । জামিনের পর তার সৌজন্যে আয়োজন করাহয় এক উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের। এসময় তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন মক্কার স্থানীয় ঐ কারাগারের জেল সুপার। আকবর আলী কারাগারে থাকা অবস্থায় কারা মসজিদের মুয়াজ্জীনের দায়িত্ব পালন করতেন। তার দাওয়াতে সাড়া দিয়ে অসংখ্য কয়েদী নিয়মিত নামায আদায় করতে থাকে। তার এই মহান কাজের সন্তুষ্ট হয়ে কারা কর্তপক্ষ তার জামিনের ব্যবস্থা করেন। বিদায়ী সংবর্ধনা শেষে এক সৌদি কোম্পানী আকবর আলীকে ৬০ লক্ষ টাকার পুরস্কারের তুলে দেন।
Facebook
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন