০১ ফেব্রুয়ারি ২০১৫: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ রিমান্ডের আদেশ দেন। এর আগে দুপুরে রিজভীকে আদালতে হাজির করে গত ২৬ জানুয়ারি গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে বাসে অগ্নিসংযোগের মামলায় ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে রিজভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শনিবার ভোররাতে বারিধারার একটি বাড়ি থেকে রিজভীকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিকালে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন