16 Feb, 2015 বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি দল।
সোমবার সন্ধ্যায় তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধের মধ্যে দেশব্যাপী সহিংসতার মধ্যে এই প্রতিনিধি দলটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখতেই আসছে।
তিন সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির উপপ্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা।
জানা গেছে, চার দিনের এ সফরের সময় প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবে।
এ ছাড়া প্রতিনিধিদলটি রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবে।
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের সূচি নেই। তবে খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন