বাংলাদেশ বার্তাঃ একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য ও জনগণের মনের মানুষদেরই মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় বনানীর ফিউশন হান্টে এই জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। বরং যোগ্য ও জনগণের মনের মানুষদেরই নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন দেয়া হবে।
তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা।
কর্ণেল অলি আহমেদ বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যেকোন সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন