বাংলাদেশ বার্তাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিশিষ্ট চিকিৎসক, ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
আজ (১৩ নভেম্বর) বেলা ২.৩০ টায় ঢাকার শেগুনবাগিজাস্থ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রটারি লস্কর মোহাম্মদ তসলিমের নেতৃত্বে নেতাকর্মীরা তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা, এ্যাডভোকেট এস এম কামাল উদ্দীন, এ্যাডভোকেট মাঈন উদ্দীন, এ্যাডভোকেট রোকন রেজা শেখ, এ্যাডভোকেট শফিকুর রহমান, এ্যাডভোকেট শরীফ উদ্দীন খন্দকার, এ্যাডভোকেট শাহীন আখতার, এ্যাডভোকেট মীর নূরনবী উজ্জল, এ্যাডভোকেট আসাদ উদ্দীন, এ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, এ্যাডভোকেট জোবায়দুর রহমান বাবু, এ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী, এ্যাডভোকেট কে এম জসিম উদ্দীন, এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিক ও ছাত্রনেতা সালাহউদ্দীন আইয়ুবী প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন