বাংলাদেশবার্তাঃ সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট লেখা আছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
তিনি বলেন: সংবিধানের একটি বিকল্প হল যে, সংসদ রেখে নির্বাচন করা যায়। বাকি ১০ জায়গায় হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার নিয়ম। সাংবিধানিক কথা হল সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। তাতো আমাদের সংবিধানেই আছে। সংসদীয় গণতন্ত্র হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা।
রোববার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পূর্বে মতিঝিলে ব্যারিস্টার মওদুদের চেম্বারে সাংবাদিকদকের তিনি এসব কথা বলেন।
স্টিয়ারিং কমিটি ৭ দফার ব্যাপারে আইনি সহায়তার জন্য ড. শাহদীন মালিক এবং অধ্যাপক ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হয় আজ।
শাহদীন মালিক বলেন: সংবিধান এবং আইনি কাঠামোর ভেতর থেকে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিত্বমূলক নির্বাচন করা যেতে পারে। এগুলো নিয়ে আমরা কয়েকজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসেছি, আলোচনা করেছি। যাতে আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই আইনি পথগুলো বের করতে আমরা আলোচনা করেছি।
তিনি বলেন: ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিগুলোর মধ্যে কোনগুলো সংবিধানের মধ্যে আছে তা নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি তার প্রতিটি না হলেও বেশিরভাগই আইনি কাঠামোর মধ্যে থেকে একটি সমাধান বের করা সম্ভব। মূলত সদিচ্ছা থাকলে সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে সমাধান বের করা সম্ভব। এই সমাধান খোঁজার লক্ষ্যেই আজকে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হবে আরো। অনেক বিশেষজ্ঞ বলেছেন যে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য একটি বড় পদক্ষেপ হবে।
এই আইনজীবী বলেন: সংবিধানে সংসদ ভেঙ্গে দিয়েও নির্বাচন করার ব্যবস্থা আছে। স্পষ্ট করে লেখা আছে। এ বিষয়ে আমি আজকে একটি উদাহরণ দিলাম এবং আরও কী কী দাবির প্রেক্ষিতে সংবিধানের মধ্যে আছে এবং আইন আইনের মধ্যে আছে সে বিষয়টিও যাচাই করা হবে।
তিনি বলেন: এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমরা এক হয়ে নাগরিক ভোটাধিকার এবং ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সম্ভাব্য সমাধানের উপায় বের করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহদীন মালিক বলেন: সংসদ ভেঙে দেওয়ার কথা তো সংবিধানে লেখা আছে। সংসদ ভেঙ্গে দেয়া নিয়ে সংবিধানে আমি হিসাব করে দেখেছি প্রায় ১০ জায়গায় লেখা আছে। এটা তো অস্বাভাবিক কিছু না। আমাদের অতীতের নির্বাচন, প্রায় বেশীরভাগ নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে হয়েছে। দুনিয়ার সব জায়গায় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়। কখন কোন সময় সংসদ ভেঙ্গে দিতে হয় তা সংবিধানের ১০ জায়গায় লেখা আছে।
এই সংবিধান বিশেষজ্ঞ আরো বলেন: আইনজীবী হিসেবে আইনে ৭ দফা নিয়ে কী বিধান আছে সে বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমাদের কাজ পরামর্শ দেয়া। তারপরে রাজনীতিবিদরা কী করবেন সেটা তাদের ব্যাপার।
স্টিয়ারিং কমিটিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, জাফর উল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।
সৌজন্যেঃ চ্যানেল আই অনলাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন