ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব শাহীনুর আলমকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ



বাংলাদেশ বার্তাঃ সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব শাহীনুর আলমকে গত ১৫ নভেম্বর রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক প্রতিহংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই পুলিশ সিরাজগঞ্জ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব শাহীনুর আলমকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরকার বেপরোয়াভাবে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তৎপরতা জোরদার করছে। এতেই প্রমানিত হচ্ছে যে, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ চায়না। সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে ভীতি সৃষ্টি করছে। সরকার ভোটার বিহীন একতরফা ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়নের দিকেই এগিয়ে যাচ্ছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখেঁ দাঁড়াবার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জাতীয় স্বার্থেই গ্রেফতার অভিযান বন্ধ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমলূক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে জনাব শাহীনুর আলমসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির ও বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন