ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

জাতীয় নির্বাচনে ছাত্রসমাজের করণীয়

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ছাত্রসমাজের সকলেই ভোটার নয়। কিন্তু মনে রাখতে হবে একেকজন ছাত্র আগামীর একেকজন রাষ্ট্রনায়ক। আগামীর দেশটা কেমন চাই, তরুণরা যেমন চায়। এমন তরুণ প্রজন্মের স্বপ্নের আগামী ছাত্রসমাজকেই বিনির্মাণ করতে হবে। ছাত্রসমাজ নিজের ঘরে, বাইরে, ক্যাম্পাসে, নিজ গ্রামে, এলাকায়, পাড়া-মহল্লায়, প্রতিবেশী, আত্মীয় সবার মাঝেই সেই স্বপ্নের সোনালি দেশ তৈরির আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে হবে। সবার মাঝে নৈতিক চেতনাবোধকে জাগাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, গুম খুনের ব্যালটকে মজলুমের হাতিয়ারে পরিণত করার শ্লোগান তুলতে হবে। দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আর পেশিশক্তির জোরে যারা নিরীহ সাধারণ জনগণের ওপর জুলুম নির্যাতনের ছড়ি ঘোরাচ্ছে তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করাতে ছাত্রসমাজকে প্রয়াস চালাতে হবে। যারা প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশের ওপর নৃত্য করে, যারা প্রকাশ্য রাজপথে বিশ্বজিৎ দাসকে পিটিয়ে হত্যা করে দলীয় শ্লোগানে উল্লাস করে। তাদের বিরুদ্ধে জাতিকে সচেতন করার দায়িত্ব ছাত্রসমাজকে নিতে হবে। যারা নিজেদের স্বার্থে বৈষম্য টিকিয়ে রেখে চেতনার কথা বলে ছাত্রসমাজকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, যারা এদেশের ৯৮% মানুষের যৌক্তিক কোটা সংস্কারের দাবি দমাতে দলীয় ছাত্রসংগঠনকে লেলিয়ে দেয়, পুলিশ-র‌্যাব দিয়ে ক্যাম্পাসের মতো শিক্ষাভূমিকে রণক্ষেত্রে পরিণত করে, ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা দিয়ে কথা না রেখে উল্টো প্রতারণা করে, নির্মম নির্যাতন চালায়, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে-নামা কোমলমতি শিক্ষার্থীদের হামলা গুলি চালিয়ে জিঘাংসা চরিতার্থ করে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচনে বলিষ্ঠকণ্ঠে ছাত্রসমাজকেই সোচ্চার হতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন