বাংলাদেশ বার্তা ডেস্কঃ নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই সকল রাজনৈতিক দল ও জোটে মনোনয়ন নিয়ে তোড়জোর শুরু হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে সকল দল নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার কথা শোনা গেলেও ব্যতিক্রম দেখা যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টে।
এ জোটে মাত্র ৮ টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে গেলেও প্রধান শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
এরই মধ্যে গতকাল ও আজ মিলিয়ে বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন। গতকাল ও আজ মিলিয়ে এ পর্যন্ত যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন-
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মাওলানা আবু হানিফ, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে মাওলানা আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-১ আসনে মাওলানা আব্দুস সাত্তার, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে মাওলানা নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে অধ্যাপক ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট) আসনে অধ্যাপক ইয়াহইয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে অধ্যাপক মুজিবুর রহমান, নাটোর-১ আসনে অধ্যাপক তাসনিম আলম, নওগাঁ-৪ (মান্দা) আসনে খ. ম. আবদুর রাকিব, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে অধ্যক্ষ আলী আলম, বগুড়া-৫ (শেরপুর ধুনট) আসনে আলহাজ্জ দবিবুর রহমান মনোনয়ন তুলেছেন।
এদিকে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে ডা. আব্দুল বাসেত, পাবনা-৪ (আটঘরিয়া-ইশ্বরদি) আসনে অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-৫ (সদর) আসনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মুহাম্মদ আবদুল গফুর, চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবন নগর) আসনে মোহাম্মদ রুহুল আমিন, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-১ (শার্শা) আসনে মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, যশোর-৫ আসনে গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপুর) আসনে অধ্যাপক মুক্তার আলী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মাও আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা) আসনে মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ (সদর -নাজিরপুর-স্বরূপকাঠি) আসনে শামীম সাঈদী, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর) আসনে ডাঃ শফিকুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে অধ্যাপক জসিম উদ্দিন, সিলেট-৫ আসনে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা ৬ (সদর) আসনে কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মো.তাহের, লক্ষীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে মাস্টার রুহুল আমীন, লক্ষীপুর-৩ আসনে ডা. আনোয়ারুল আজিম, ফেনী-৩ আসনে ডা. মো: ফখরুদ্দিন মানিক, চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং) আসনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে মাওলানা শামসুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাওলানা জহিরুল ইসলাম, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে হামিদুর রহমান আজাদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও আরও বেশ কয়েকটি আসনে মনোনয়ন সংগ্রহের প্রস্তুতি রয়েছে বলে জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন