মন্ত্রিসভার রদবদলের কারণে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ছয়টি গাড়ি।মন্ত্রিপরিষদ পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের যুক্ত হওয়ার কথা জানান।তিনি বলেন, বড় ধরণের কোনো রদবদল হচ্ছে না। কয়েকজন প্রতিমন্ত্রীও এ দফায় পূর্ণমন্ত্রী হচ্ছেন বলেও তিনি জানান।তবে নতুন কতজন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে তা তিনি বলেননি। খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রিপরিষদের নতুন মুখ যোগের পাশাপাশি দপ্তর বদল হতে পারে কয়েকজন মন্ত্রীর। বাদও পড়তে বেশ কয়েকজন। এ নিয়ে নিয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। শপথ এবং আনুষ্ঠানিকতার জন্য নানা পর্যায় পার করছেন কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে নতুন মন্ত্রিদের জন্য গাড়ি প্রস্তুত, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো, বঙ্গভবনের সঙ্গে যোগাযোগ, শপথ অনুষ্ঠান আয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রটি আরো জানায়, পুরোনো মন্ত্রীদের মধ্যে আসাদুজ্জামান খাঁন কামাল ও ইয়াফেস ওসমানকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম ও লালমনিরহাটের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সামনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
Insaf24.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন