ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

বাংলার জমীনে মাজলুমের আর্তনাদ আর শুনতে চাইনা- মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদী
সাইয়েদ কুতুব কোনও যুদ্ধাপরাধী ছিলেন না। কিন্তু অবিচারের ফাঁসি কাষ্ঠে তাঁর জীবনাবসান হয়েছিল। তিনি নেই, তাঁকে কেউ পূজাও করে না, নেই তাঁর কোনও আবক্ষ মূর্তি। অথচ তিনি আছেন প্রেরনার বাতিঘর হয়ে সারা বিশ্বের কোটি কোটি প্রাণে। বিচারকের কাজ হল সুবিচার প্রতিষ্ঠায় আপ্রান চেষ্টা করা। মিডিয়া, জনমত আর সংখ্যা সেখানে বিবেচ্য নয়। কিন্তু বিচারকরা যখন ন্যায়ের দিকে না তাকিয়ে সরকারপক্ষের ফাঁসির দাবী মেটাতে রায় দেন সেটা কিভাবে গ্রহনযোগ্য হবে আমার জানা নেই। সেইফ হাউজ কেলেংকারী, স্কাইপ কেলেংকারী, সাক্ষী গুম, আদালত অবমাননা, সাক্ষীর সংখ্যা বেঁধে দেয়া, সময় বাড়ানো বা নির্ধারণ ট্রাইব্যুনালের এ আচরন কি নির্দেশ করে? এত জুলুম পৃথিবীর আর কোথায় কবে কোথায় হয়েছে আমার জানা নেই। কসম সেই মহা পরাক্রমশালী সত্ত্বার ! নিশ্চয়ই তাঁর বিনা অনুমতিতে বা অগোচরে একবিন্দু ধুলিকনাও কোথাও স্থানান্তরিত হয় না। একদিন সত্য বেরিয়ে আসবেই। আর অবিচারেই যদি আল্লামা সাঈদীর ফাঁসি হয়ে যায় তাহলে তা হয়ে যাবে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ৫০ বছর কোরআনের খেদমত করে কারো ফাঁসি হওয়ার নজির নেই। সারা পৃথিবীর মুসলিম জাতির কাছে তিনি প্রেরনার বাতিঘর হয়ে থাকবেন। এখন যেমন সাইয়েদ কুতুব, হাসানুল বান্নাদের মানুষ শ্রদ্ধাভরে স্মরন করে তেমনি আল্লামা সাঈদীকেও সবাই শত শত বছর শ্রদ্ধাভরে স্মরন করবে। অন্যায় অবিচারের প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত, প্রতিকার হোক বা না হোক। প্রবল পরাক্রমের গায়ে আঁচড় লাগুক আর নাই লাগুক রহমানের বান্দারা রুখে দাঁড়াবেই। নিশ্চয়ই আল্লাহর কৌশল সকল চক্রান্তকারীদের চক্রান্তের ঊর্ধ্বে। হে আল্লাহ ! জীবনে যদি একটিও ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলেও আল্লামা সাঈদীকে মুক্ত করে দাও। বাংলার জমীনে মাজলুমের আর্তনাদ আর শুনতে চাইনা। আমাদের যেখানে ক্ষমতা শেষ সেখানে তোমার ক্ষমতা শুরু। সবকিছুর শেষে তুমি একমাত্র ভরসা। আমরা তোমার কাছেই হাত পাতছি। সত্যকে বিজয় দাও, মিথ্যাকে তোমার জমীন থেকে ধ্বংস করে দাও। আল্লামা সাঈদীসহ সকল মজলুমকে মুক্ত করে দাও। আমীন, ইয়া রব্বাল আলামীন। - মাসুদ সাঈদী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন