ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

পুত্রশোকে অঝোরে কাঁদছেন ‘মা’ খালেদা

ঢাকা : কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি তার রুমে দরজা বন্ধ করে নিরবে কাঁদছেন। দলের নেতাকর্মীরাও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে ভিড় করছেন।
পুত্র শোকে বেগম খালেদা জিয়া এখন কারও সাথে কথা বলছেননা বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। কোকোর মৃত্যুর খবর শুনে শনিবার সাড়ে তিনটায় গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহবুবুর রহমান। তিনি সাড়ে চারটার দিকে বের হন।
বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছেলে হারানোর বেদনায় একজন মা হিসেবে তিনি কতোটা ভেঙে পড়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১২ টায় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদে বেগম জিয়াসহ কেউ চোখে জ্বল ধরে রাখতে পারেননি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে কোকোর মৃত্যু সংবাদ শুনে কেঁদে ফেলেন এবং তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১২ টায় মালেশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান।

এদিকে গুলশান কাঁচা বাজার মসজিদের পাঁচজন আলেম কোকোর রুহের মাগফিরাত কামনায় গুলশান কার্যালয়ের ভেতরে বসে কোরআন তেলাওয়াত করছেন। আর দোয়া করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন