হঠাৎ করে সারাদেশে পেট্রোল বোমা নিক্ষেপ ও গাড়ীতে আগুন দিয়ে অগনিত মানুষ পোড়ানোর হিড়িক পড়ার হেতু কি?
চলমান আন্দোলনে ভীত হয়ে যারা এক সপ্তাহের মধ্যে আন্দোলন থামাবে বলে প্রতিজ্ঞা করেছিল এটাকি তাদের কাজ?
-নতুবা তারা কিভাবে ৭ দিনে দেশের বিরোধী জোটকে নিঃশেষ করে দিবে বলে আশা করে?
-নতুবা শাহবাগের নতুন নাটকে কেন অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা বলেনা?
-নতুবা কেন আবার সেই শাহবাগীদের ফলাও করে প্রচার করতে মোজাম্মেল বাবুরা মরিয়া?
-নতুবা প্রচার মাধ্যম নিয়ন্ত্রনের জন্য মিডিয়া মালিকদেরকে ভদ্র ভাষায় থ্রেট কেন?
যারা ভোট ডাকাতি করে অন্যের ঘাড়ে দোষ চাপায়, যারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য সংখ্যালঘুদের উপসনালয়ে হামলা করে, একই কায়দায় সংখ্যালঘুদের স্থাবর-অস্থাবর সম্পত্তি গিলে খায়, তারাই মানুষ পুড়িয়ে, মেরে, বিভিষিকাময় পরিস্থিতি তৈরী করছেনা এর গ্যারান্টি কি?
দেশের সচেতন ব্যক্তি মাত্রই তাদের আপাদমস্তক চিনে ও জানে। আসল সত্য একটু সময় লাগলেও প্রকাশ হবে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে যারা কথিত ফায়দা হাসিল করতে চায় তারা কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারেনা, এরা সন্ত্রাসী। এরা দেশ ও জনগণের শত্রু। কোন হুজুগে কান না দিয়ে আসল সত্য নিশ্চয় দেশের মানুষ বের করবে। ক্ষমতালিপ্সুদের বিদায় ঘন্টা বাজবে, সত্যের বিজয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন