ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

অবরোধের সহিংসতায় নিহত আরও ৩ : রাজধানীসহ সারাদেশে পুড়ল ৪২ গাড়ি, অর্ধশত ভাংচুর, গ্রেফতার শতাধিক; নরসিংদীতে রেলব্রিজে আগুন


ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বার্তা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ যত লম্বা হচ্ছে ততই বাড়ছে যান মালের ক্ষয়ক্ষতি। অবরোধের সপ্তম দিনে সোমাবারও সহিংস ঘটনায় অন্তত তিন জনের প্রাণ গেছে। এদের মধ্যে একজন মারা যান গাইবান্ধা গোবিন্দগঞ্জে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হওয়ার ভয়ে বাস থেকে লাফ দিয়ে পিছনে পিছনে আসা একটি ট্রাকের নিচে পড়ে। বাকি দু’জন ঢাকা মেডিকেল মারা যান আগের অবরোধের সহিংস ঘটনায় আহত হয়ে।

এছাড়া সোমবারের অবরোধে সহিংস ঘটনায় আহত হয় বহু মানুষ। আগুন দেয়া হয়েছে অন্তত৪২ টি গাড়িতে। তাছাড়া সারাদেশে ভাংচুরের শিকার হয়েছে আরও অন্তত অর্ধশত। এর মধ্যে দিন শেষ নোয়াখালী ও ময়মনসিংহে ভাংচুর হয় অন্তত ৪০টি গাড়ি। তাছাড়া এদিন রাজধানীতে থেমে থেমে ককটেল ফাটার আওয়াজে কেঁপে উঠে বিভিন্ন এলাকা। এতে রাজধানীতেই আহত হয় অন্তত ৯ জন। রাজধানীর বাইরে নরসিংদীতে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে আমিরগগঞ্জ এলাকায় রেলসেতুতে অবরোধকারীরা আগুন দিলে প্রাশসনজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়া পুলিশ ও অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়াও এদিনে বহু নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষ-সহিংস ঘটনায় অবরোধের সপ্তম দিনে বিএনপি-জামায়াতের আরও অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া : বগুড়ায় অবরোধের মাঝে ২০ দলীয় জোটের ডাকে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকলে পিকেটারের ধাওয়ায় ট্রাক উল্টে হেলপার নিহত হয়েছেন। পুলিশ গ্রেফতার করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু সহ ৫১ জনকে গ্রেফতার করেছে। রোববার রাতে শাজাহানপুর থানা পুলিশের গাড়ী লক্ষ্য করে ককটেল হামলা করেছে অবরোধ সমর্থকরা। এসময় গাড়ীতে থাকা ওসি আব্দুল মান্নান অক্ষত থাকলেও আহত হয়েছেন এক কনস্টেবল। রাত সাড়ে ৯ টার দিকে শাকপালা থেকে দুরপাল্লার যানবাহনের বহর নিয়ে শাজাহানপুর যাওয়ার পথে বিএডিসি অফিসের সামনে ককটেল হামলা করে অবরোধ সমর্থকরা। শাজাহানপুর থানার ওসি আব্দুৃল মান্নান জানান, তাকে বহন করা গাড়ীতে অবরোধ সমর্থকরা শক্তিশালী ককটেল হামলা করেছে। এতে গাড়ীতে থাকা একজন কনস্টেবল আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে, বগুড়ায় পিকেটারদের ধাওয়ায় মাটিবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাক হেলপার নিহত এবং চালক আহত হয়েছে। তবে পুলিশ বলছে ট্রাক চালক ভুল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দূর্ঘটনায় কবলিত হয় ট্রাকটি। নিহত ট্রাক হেলপার আমিনুল ইসলাম (৩৫) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং আহত ট্রাক চালক শফিকুল ইসলাম (৩০) একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। রোববার বেলা ৩টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকা থেকে ট্রাকে করে মাটি নিয়ে শহরের চারমাথা এলাকায় পৌঁছে দেয় তারা। এরপর আবারও মাটি নেওয়ার উদ্দেশ্যে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে মাটিডালীতে যাওয়ার পথে দোয়েল পাম্পের কাছে হরতাল ও অবরোধ সমর্থকরা ট্রাকটিকে ধাওয়া করে। এসময় দ্রæত চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও হেলপার আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় হেলপার মারা যান। এদিকে, শহরের কানচগাড়ীতে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সোমবার দুপুরে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে, সোমবার বগুড়ায় হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল চলাকালে সদর থানা অতিক্রমকালে হিমুসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে সোমবার পর্যন্ত বিভিন্ন থানায় ৫১ জন এবং সোমবার সকাল সাড়ে ১০ টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূইয়া জানান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান হিমুর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ৩টি মামলা রয়েছে। থানার সামনে দিয়ে হরতালের সমর্থনে মিছিল অতিক্রমকালে মামলার এজাহারভুক্ত আসামী হিমুসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, পিকেটারদের ধাওয়ার কোন ঘটনা ঘটেনি। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। আহত চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বগুড়ার শেরপুর পৌর মেয়র স্বাধীন কুন্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর মিলনসহ শতাধিক নেতাকর্মীদের নামে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। ২০ দলীয় জোটের অবরোধের ৬ষ্ঠ দিন ও বগুড়ায় হরতালের ১ম দিনে ভাঙচুর-অগ্নিসংযোগ ঘটনায় রোববার রাতে ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ২টি পৃথক মামলায় দায়ের করেছে শেরপুর থানা পুলিশ। নোয়াখালী : নোয়াখালীতে অবরোধকারীদের ছোড়া কাঠের আঘাতে আহত এক ট্রাক হেলপার সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আতিকুর রহমান (২২)। সকাল ১১ টায় তার মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুরে বামর গ্রামের আব্দুল গনির ছেলে। নিহতের বড় ভাই জব্বার আলী গণমাধ্যমকে জানান, ৭ জানুয়ারি ঘোড়াশাল থেকে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে যাওয়ার পথে বেগমগঞ্জে অবরোধকারীরা ট্রাকটি ভাঙচুর করে। এ সময় অবরোধকারীদের ছোড়া কাঠের আঘাত আহত হন তার ভাই। পরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার রাতে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে আতঙ্কে রাস্তায় লাফিয়ে পড়েন পারভেজ (২৫) নামে এক যাত্রী। এ সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পারভেজের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি রংপুরে রট আয়রনের কাজ করতেন। আহত হয়েছেন আরো তিন জন।
গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার ওসি মাসুদ পারভেজ জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালিতলা ব্রিজের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ওসি মাসুদ পারভেজ জানান, রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়লে তাতে আগুন ধরে যায়। এতে বাসের এক যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আতংকে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে রাস্তায় লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান পারভেজ। আহত হন অন্য দুজন। দগ্ধ বাসযাত্রী রংপুরের পীরগঞ্জের আসাদুলকে (৩০) প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতে বগুড়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকি দুজনের নাম জানাতে পারেননি ওসি। রাজধানীতে ৭ গাড়িতে আগুন, পুলিশসহ আহত ৮ : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের সপ্তম দিন সোমবার রাজধানীতে পৃথক ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে। সোমবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি গাড়িতে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সোমবার রাতে সাড়ে ৮টার দিকে রাজধানীর নাবিস্কো মোড়ে একটি যাত্রাবাহি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এতে এক যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে। প্রায় একই সময়ে মিরপুর-১১ তে একটি যাত্রাবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত পৌনে ৮টার দিকে রাজধানীর লালবাগ বাগান বাড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দু’তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। রাত পৌনে আটটার দিকে নবাবপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় বেঙ্গল গ্যালারির সামনে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন লোক হঠাৎ করে দাড়িয়ে থাকা ওই প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এরা কে বা কারা কেউ চিনতে পারেনি। এর
আগে সকাল ১০টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে গাজীপুর পরিবহন বাসে আগুন দেয়া হয়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। এছাড়া সকাল সোয়া ১১টায় রাজধানীর নর্দা বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের একটি বাস আগুন দেয় দুর্বৃত্তরা। ভাটারা থানার ওসি গোলাম সরোয়ার আলম বলেন, তুরাগ পরিবহনের বাসটি যাত্রবাড়ী থেকে টঙ্গী যাচ্ছিল। পথে নর্দা বাসস্ট্যান্ডে যাত্রী নামনোর জন্য থামলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা দ্রæত নেমে পড়ায় কেউ আহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, রাত ৯ টার দিকে মিরপুরের কাজীপাড়ায় ককটলে বিস্ফারণের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতাসহ ৩ আহত হবার খবর পাওয়া গেছে। রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণে আহত ৯ : রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ, রিকশাচালক ছাড়াও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে আসা কর্মী রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- সামিউল (৪৫), রিকশাচালক। তিনি আজিমপুরে ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন। ককটেল বিস্ফোরণে আহত অপর রিকশাচালক হলেন মো. মিলন (৩২)। বংশাল নাদিরা বাজারে মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে তিনি আহত হন। এছাড়া বংশালের সুরিটোলা স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আসতে গিয়ে ককটেলে আহত হন মারিয়া আক্তার নিপা (২৫) নামে এক গৃহবধূ।
এছাড়া পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে পায়ে হেঁটে যাওয়ার সময় আব্দুল জব্বার (৪০) নামে এক ব্যক্তি আহত হন। এদিকে, সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে শহীদ মিনারে অবস্থানকালে ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তারা হলেন- হাসান (২৫), জাবেদ (৩৫), আসলাম (২৫) ও মিলন ৩২। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন সঙ্গে থাকা আবুল কালাম। আবুল কালাম জানান, নবাবগঞ্জ থেকে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে এসেছি। শহীদ মিনারে শতাধিক কর্মী অবস্থান করছিল। হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটলে চারজন আহত হন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক রিয়াজ মোর্শেদ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী : রাজশাহী মহানগরীতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ, হেতমখাঁ ও রাজশাহী কলেজের সামনের রাস্তায় এ সব ঘটনা ঘটে। এছাড়া দুপুর ১২টার দিকে নগরীর উপকণ্ঠ বায়া বিমানবন্দর সড়কে সবজিবাহী একটি পিকাপভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, সকালে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হেতমখাঁ এলাকায় অবস্থান নেয়। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে জানান ওসি। এর আগে সকাল পৌনে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ছাত্রদল। তবে পুলিশ যাওয়ার আগেই তারা ওই এলাকা ত্যাগ করে। এছাড়া দুপুরে নগরীর উপকণ্ঠ বায়া এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করে অবরোধকারীরা। এসময় তারা জেলার মোহনপুর থেকে ছেড়ে আসা সবজি বোঝাই একটি পিকাপভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৪-৯৭৯২) ভাংচুর করে আগুন দেয়। এর আগেই আত্মরক্ষায় পিকাপভ্যানের চালক ও হেলাপার পালিয়ে যান। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা । শাহমখদুম থানার উপপরিদর্শক শাহজাহান সিরাজ বলেন, এ ঘটনায় ট্রাকটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ি এলাকায় কীটনাশকবাহী একটি পিকআপভ্যানে আগুন দেয় অবরোধকারীরা। বগুড়া থেকে অটো ক্রোপ কেয়ার লিমিটেড কোম্পানির কীটনাশকবাহী ওই পিকআপভ্যানটি বাইপাস হয়ে নওগাঁর নিয়ামতপুরে যা”িচ্ছলো। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।
এদিকে, টানা অবরোধে কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজশাহী-ঢাকা ও রাজশাহী-নওগাঁ রুটে কয়েকটি যাত্রীবাহী বাস ছাড়ে। পুলিশ পাহারায় পারাপার করা হয় কিছু পণ্যবাহী ট্রাকও। আর সিডিউল বিপর্যয় নিয়ে চলাচল করেছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। তবে স্বাভাবিক রয়েছে হালকা যান চলাচল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃংখলা বাহিনী। রাজশাহী নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছ পুলিশ। এছাড়া অব্যহত রয়েছে র‌্যাব-পুলিশের টহলসহ গোয়েন্দা তৎপরতা।

নরসিংদী : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরোধ, মহাসচিবসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতাল চলছে। সকালে হরতাল সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল ও অগ্নি সংযোগ করেছে পিকেটাররা। এসময় তারা টায়ার ও পেট্রোল দিয়ে মহাসড়কে অগ্নি সংযোগ ও গাড়ী ভাংচূর করে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের নরসিংদীর আমীরগঞ্জ এলাকার হাসনাবাদ বাজারের পূর্ব পাশে একটি রেল ব্রীজে টায়ার জালিয়ে অগ্নি সংযোগ করে ২০ দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া হরতাল সমর্থনে শহরের জেলখানামোড়ে মহিলা দল এবং জেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দফায় দফায় ঝটিকা মিছিল বের করে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : অবরোধের মাঝে ঢাকা সহ ১৩ জেলায় বিএনপি ও ছাত্রদলের ডাকা হরতালের সমর্থনে সোমবার সকালে সোনারগাঁ থানা ছাত্রদল ঢাকা-বাইপাস সড়কের নয়াপুর এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। সোনারগাঁ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান সমর্থীত নেতা-কর্মীরা ছাত্রদল নেতা রিপন সিকদারের নেতৃত্বে সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলকারীরা ঢাকা-বাইপাস সড়কের নয়াপুর এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ কারিদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে অবরোধের মাঝে হরতাল চলাকালে মুন্সীগঞ্জ-ঢাকা, ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা- মাওয়া মহাসড়কের দূরপাল্লার কোন যানবহন চলাচল করেনি। শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সকাল ৭ টার দিকে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ : নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কোর্ট গেট ও বেলকুচি উপজেলার গাবগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: বেলকুচি পৌর যুবদলের সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, মো: আব্দুল­াহ ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোশারফ হোসেন আকন্দ। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
গাজীপুর : গাজীপুর শহরে রেলগেট এলাকায় সেভেন রিং সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ এবং টঙ্গি চেরাগ আলীতে এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সোমবার সকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। জয়দেবপুর টাউন উপ পরিদর্শক (টিএসআই) শহিদুল ইসলাম জানান, সকালে দুর্বৃত্তরা সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা ছুড়ে মারে। তবে এতে কেউ হতাহত হয়নি। যশোর : যশোরে পেঁয়াজবোঝাই একটি ট্রাকে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলায় সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে এবং কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে। সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই সময়ে সুবিদবাজারে একটি মাইক্রোবাস ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়া হয়। এর আগে রোবার রাতে গোলাপগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। রোববার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের গতিরোধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে একই সময়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও টমটম ভাঙচুর করে এবং সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে অবরোধের সমর্থনে সোমবার সকালে দক্ষিণ সুরমায় অবরোধ করে মিছিল করে সিলেট মহানগর জামায়াত। এতে মহানগর জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন বক্তৃতা করেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর পুলিশ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান বলেন, অবরোধের মধ্যে সহিংসতা মোকাবেলায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৪২ জন আটক হয়েছেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সহিংসতার মামলার আসামি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে ২২ জামায়াত, ৬ জন শিবির এবং ৪ জন বিএনপি কর্মী আটক করা হয়েছে। এছাড়া আগের সহিংসতা মামলার ১০ আসামিকেও আটক করা হয়েছে। বোয়ালখালী, সীতাকুন্ড, হাটহাজারি, রাঙ্গুনিয়া, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে সূত্র জানিয়েছে।
বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় সাতটি ঝুকিপূর্ণ পয়েন্টের প্রায় চার কিলোমিটার এলাকায় রেল লাইন হরতাল-অবরোধে ২৪ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সোমবার থেকে তারা লাঠি হাতে নিয়ে ২৪ ঘন্টা পাহারা দিচ্ছেন। জানা যায়, প্রায় এক সপ্তাহ যাবত চলছে হরতাল-অবরোধ। এই হরতাল-অবরোধে ঝুকিপূর্ণ পয়েন্টে ২৪ জন আনসার মোতায়েন করা হয়েছে। রেল লাইনের ঝুকিপূর্ণ পয়েন্টেগুলো মধ্যে ঝিনা রেল গেট-১, ঝিনা রেল গেট-২, নুরনগন ঘয়ের মিল রেল গেট, আড়ানী রেল ব্রিজ, গাওপাড়া রেল গেট, হামিদকুড়া ছোট ব্রিজ, ও আড়ানী বড়াল ব্রিজ। ২৪ জন আনসার সদস্য বাঁশের লাঠি হাতে নিয়ে ২৪ ঘন্টা পাহারা দিচ্ছেন। আড়ানী রেল ব্রিজে দায়িত্বরত আনসার সদস্য সাগর আলী (এপিসি) জানান, রেল লাইন হরতাল-অবরোধ সমর্থকদের হাত থেকে রক্ষা করার জন্য জেলা আনসার ভিডিবি কার্যালয় থেকে নির্দেশ দিয়েছে। এই মোতাবেক পাহারা দিচ্ছি। আড়ানী ইউনিট কমান্ডার সামসুল হক (পিসি) জানান, নিজের খাওয়াসহ প্রতিদিন ৩৫০ টাকা ভাতা দেন জেলা অফিস। এই ভাবে আনসার পোশাক পরে আমরা ২৪ জন সদস্য পাহারা দিচ্ছি। চিলমারী (কুড়িগ্রাম ) : কুড়িগ্রামের চিলমারীতে সোমবার সকালে চিলমারী-কুড়িগ্রাম কে সি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও পিকেটিং এসময় কয়েকটি গাড়ি ভাংচুর চালায় অবরোধ কারীরা। যুবদল অফিস ভাচুর ও মালামাল লুট করেছে ছাএ লীগ। পরে যানবাহন চলাচল বন্দ হয়ে যায়। এ দিকে চিলমারী থানা পুলিশ সোমবার গভীর রাতে কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহ-কারী অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা যুবদলের সাধারন সম্পদক আবু সাঈদ হোসেন পাখি সহ বিভিন্ন নেতাকমীদের বাসায় তল­াশি চালায়। দুপুরে ছাএ লীগ নেতা মিলনের নেতৃত্বে বালাবাড়ী এলাকায় উপজেলা যুবদলে অফিস ভাংচুর চালায়ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম সত্যতা তল­াশি কথা স্বীকার করেন। পুলিশ অভিযান চালায় বি এনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে এখন আতংক বিরাজ করছে। কুষ্টিয়া : বিরোধীজোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে কুষ্টিয়ায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া দু’টি ট্রাকও ভাঙচুর করা হয়। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, রাতে একটি প্রাইভেটকার কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর ১১ মাইল ব্রিজের কাছে পৌঁছালে একদল অজ্ঞাত ব্যক্তি গাড়িটি থামিয়ে তাতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় গাড়ির যাত্রীরা বের হয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির চার কর্মীকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। একই সময় দু’টি ট্রাকের গøাস ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ ক্লাবের সামনে দু’টি বাস, একটি প্রাইভেটকার ও একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী (গাইবান্ধা) : ২০ দলের আহূত টানা অবরোধের সপ্তম দিনে সোমবার সন্ধ্যায় অবরোধকারীরা একটি মাল বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে। এয়াড়া বিভিন্ন পয়েন্টে যানবাহন ভাংচুর করা হয়েছে । সন্ধ্যায় গাইবান্ধা থেকে পলাশবাড়ী অভিমুখে আসা দু’টি মাল বোঝাই ট্রাক স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সবরিতলা নামক স্থানে পৌছলে পিকেটাররা একটি ট্রাকে (বগুড়া-ট-১১-০৬৬২) আগুন ধরিয়ে দেয় এবং অপর ট্রাক ভাঙচুর করে। খবর পেয়ে থানায় আগে থেকেই অবস্থানরত ফায়ার সার্ভিসের টিমসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ করে। এর আগে মহেশপুর এলাকায় সোমবার সকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে বৈঠক ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আহত অবস্থায় পালানোর সময় উপজেলা কিশোরগাড়ী ইউপি’র সগুনা গ্রামের আব্দুর রহিমের পুত্র ইউনিয়ন শিবির সেক্রেটারী আশরাফুল ইসলাম রাশেদ (২৬)সহ পলাশগাছী গ্রামের বাবলু মিয়ার পুত্র একরামুল (২৬), বেতকাপা ইউপি’র নান্দিশহর গ্রামের সেকেন্দার আলীর পুত্র ফরহাদ (২৮) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নুরুন্নবীকে (২৮) পুলিশ গ্রেফতার করেছে। অপরদিকে, রোববার রাতভর মহাসড়ক ও গাইবান্ধা সড়কে পুলিশ পাহারায় যানবাহন পারাপার করলেও পিকেটাররা বিচ্ছিন্ন ভাবে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক-মহেশপুর, দুবলাগাড়ী, জুনদহ ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল চত্বর, ঠুটিয়াপাকুর, ইটভাটা নামক স্থানে ট্রাক, ভটভটি-নছিমন-অটোরিক্সা ভাঙচুর করে। রাতে নোয়াখালী ও ময়মনসিংহে ৪০ গাড়ি ভাংচুর : এদিকে সপ্তম দিনের অবরোধের শেষে নোয়াখালী ও ময়মনসিংহে অন্তত ৪০টি গাড়ি ভাংচুর করেছ অবরোধকারীরা। নোয়াখালীতে মঙ্গলবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ২০টি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশাসহ এসব গাড়ি ভাঙচুর ও একটি অটোরিকশায় আগুন দেয় তারা। বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটকের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের কেন্দুরবাগ এলাকায় দুটি ট্রাক, একটি পিকআপভ্যান ও ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এ সময় পিকেটারদের ছোঁড়া ইটের আঘাতে দুই অটোরিকশা চালক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পিকেটাররা পালিয়ে যায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। এছাড়া সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পাঁচটি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এদিকে, সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের দত্তেরহাটে কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে হরতাল সমর্থকরা। এ সময় তারা একটি অটোরিকশায় আগুন দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে সোনাপুরের করমুল্লা এলাকার হানিফ রোডে একটি অটোরিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকরা। অন্যদিকে, সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ গেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে সড়কে থাকা চারটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকাল থেকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর থেকে বেশ কয়েকটি গাড়ি ছেড়ে এসেছে। তবে সন্ধ্যার পরে পুলিশি পাহারা ছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা কয়েকটি গাড়ি উপজেলার কেন্দুরবাগ এলাকায় আসলে পিকেটাররা ভাঙচুর চালায়। পরে পুলিশ ওই এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে। তবে সে কোন দলের কর্মী কিনা তা জানা যায়নি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে শহরের দত্তেরহাট এলাকায় পিকেটাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পিকেটারদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে এ হামলা চালানো হয়। আহত ওই পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি শহরের ২নং পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই)। স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের কাচিঝুঁলি এলাকায় হরতালের সমর্থনে বের করা মিছল থেকে বেশ কয়েকটি টেম্পু, আটোরিকশাসহ ৫/৬টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় ওই এলাকায় দায়িত্বরত শহরের ২নং পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান। ভাঙচুরের সময় এই পুলিশ কর্মকর্তা এক পিকেটারকে ধরে ফেললে অন্যরা তার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ও স্থানীয়রা লুৎফরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল হক জানান, এএসআই লুৎফর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার মাথায় আঘাতের কারণে বেশ কয়েকটি সেলাই লেগেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। অপরদিকে জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদরে সোমবার সন্ধ্যায় হরতাল সমর্থনে মিছিল থেকে ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ কমপক্ষে ১৫টি যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
উৎসঃ ফেইসবুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন