ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ‘ফ্রড’ বলা দুর্ভাগ্যজনক

০৮ ফেব্রুয়ারী ২০১৫: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ‘ফ্রড’ বলায় প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসলামী ইকোনমিকস রিচার্স ব্যুরো। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুজাহিদুল ইসলামের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অর্থমন্ত্রী এ এম এ মুহিত জাতীয় সংসদে ইসলামী ব্যাংকিং ও সুদ সম্পর্কে অজ্ঞতাপ্রসূত যে মন্তব্য করেছেন তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংকিং কার্যক্রম সাফল্যের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত সর্বমোট ৮টি ব্যাংক সম্পূর্ণভাবে এবং অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো পরিচালনা করছে। অর্থমন্ত্রী বছর দুয়েক আগে যে ৯টি ব্যাংক অনুমোদন দিয়েছেন তার মধ্যেও একটি ইসলামী ব্যাংক রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকগুলোর অবদান খুবই তাৎপর্যপূর্ণ। ইসলামী ব্যাংকগুলোর ডিপোজিট, বিনিয়োগ ও রেমিট্যান্স পারফরম্যান্স সব সময় সন্তোষজনক। মুসলিম-অমুসলিম নির্বিশেষে দেশের লাখ লাখ গ্রাহক ইসলামী ব্যাংকের সেবায় অত্যন্ত খুশি। এমতাবস্থায় পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল মন্ত্রী কর্তৃক ইসলামী ব্যাংক ব্যবস্থাকে ‘ফ্রড’ বলা খুবই দুর্ভাগ্যজনক। দেশের ১৬ কোটি মানুষ তার কথায় আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি অর্থমন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য থেকে বিরত থাকবেন।উৎসঃ ঢাকার নিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন