গুলিবিদ্ধ ১শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : রাজধানীর কদমতলী থানাধীন জিয়া স্মরণীর জাপানি বাজার এলাকায় শিবির-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে এক শিবির কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালের সমর্থনের শিবির কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি নিক্ষেপ করে। এসময় হামিদ (২০) নামে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হলে তাকে আটক করে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
ঢামেকে থাকা কদমতলী থানার এএআই সালেহ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শিবির কর্মীরা ওই এলাকায় লাঠি সোটা নিয়ে মিছিল করার চেষ্টা করছিলো। এমন সময় পুলিশ দেখে শিবির কর্মীরা ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে শর্টগান থেকে গুলি ছুড়লে ঘটনাস্থলে শিবির কর্মী হামিদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।
শীর্ষ নিউজ ডটকম/মোস্তাফিজ/এমএ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন