কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাত পৌনে ৮ টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশের গাড়িতে তোলার কিছুক্ষণ পরই বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, তাকে আটক করা হয়নি।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে খাবার নিয়ে আসেন তিনি।
সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে কার্যালয়ে প্রবেশের অনুমতি চান তিনি।
তিনি বলেন, আমি আমার অসুস্থ্ মায়ের কাছে স্যুপ নিয়ে এসেছি কোন রাজনৈতিক উদ্দেশে আসিনি। আমি কেবল কার্যালয়ে ঢুকে তাকে স্যুপ খাইয়ে চলে যাব।
এসময় কর্তব্যরত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনার গান শুনি। তবে এ বিষয়ে আমরা অপরাগ।
এরপরও কণ্ঠশিল্পী বেবী নাজনীন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। এর কিছু সময়পর তাকে পুলিশ আটক করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের গুলশান জোনের এসি নুরুল আলম প্রথমে জানান, বেবী নাজনীনকে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।তবে পরে তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন,গুলশান থানার ওসি রফিকুল ইসলাম। উৎসঃ লন্ডন বাংলা নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন