আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন বিরোধীদলের আন্দোলন থামাতে সরকারের একটি ফাঁদ হতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। সোমবার সকালে বিএনপির নিখোঁজ নেতা সালাহউদ্দিন আহমেদের বাসায় তার পরিবারকে সান্ত্বনা জানিয়ে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব সংশয় প্রকাশ করেন। সালাহউদ্দিনের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে বি. চৌধুরী বলেন, একজন মা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আশা করছি। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা বিভিন্ন বিষয়ে ব্যর্থ হয়েছেন, কিন্তু এটি একটি মানবিক বিষয়। এক্ষেত্রে ব্যর্থ হওয়া চলবে না। তাকে খুঁজে দিন। তিনি বলেন, বিরোধীদলের আন্দোলন থামাতে এই নির্বাচন সরকারের একটি ফাঁদ হতে পারে। সরকার নির্বাচন আদৌ দেবে কি না শেষ পর্যন্ত-সেটিও নিশ্চিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যদি নির্বাচন দেয়াও হয়, নিজেদের অবস্থা বেগতিক দেখলে সরকার নির্বাচন শেষ পর্যন্ত নাও করতে পারে।
মানবজমিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন