বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মানদন্ড রক্ষা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন এক খ্যাতনামা বৃটিশ আইনজীবি।
গত মঙ্গলবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বৃটিশ আইনজীবি জিওফ্রে রবার্টসন কিউসি। আইন পেশার পাশাপাশি অথ্যাপনা, উপস্থাপনা ও লেখালেখিতেও যিনি সুনাম কুড়িয়েছেন। তিনি জাতিসংঘ গঠিত সিয়েরালিওনের যুদ্ধাপরাধ আদালতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, এ ছাড়া তিনি ২০০৮ সালে জাতিসংঘের ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের সদস্য সদস্য হিসেবে মহাসচিব কর্তৃক নিয়োগ পেয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে তার প্রতিবেদন প্রকাশ করেন।
জিওফ্রে রবার্টসন বলেন, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড রক্ষা করা হচ্ছে না, বিশেষ করে মৃত্যুদন্ড হচ্ছে অন্যায্য ও বেআইনী। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন