‘09 Feb, 2015 কথিত ‘বন্দুকযুদ্ধে’ বৃহস্পতিবার রাতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা শাহাবুদ্দিন ওরফে মহির। কিন্তু মামলা থেকে রেহাই পেলেন না তিনি। নিহতের পরদিন শুক্রবার দিবাগত রাতে নিহত শিবির নেতা শাহাবুদ্দিনসহ গুলিবিদ্ধ অপর দুই শিবির নেতা হাবিবুর রহমান ও মফিজুর রহমানের নাম উল্লেখ করে নগরীর মতিহার থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে। মামলা দুটির বাদি হলেন থানার উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন।
নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, সরকারী কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে ওই তিনজন ছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে শিবিরের আরো ১৪ থেকে ১৫ কর্মীকে। মামলা দুটির তদন্ত করছেন থানার পরিদর্শক (তদন্ত) অশোক কুমার চৌহান। তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই শিবির নেতাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা সুস্থ হলেই তাদের আদালতে নেয়া হবে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেয়া হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন