০৯ ফেব্রুয়ারী ২০১৫: চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ও যুবলীগ ক্যাডারদের কাছে পেট্রলবোমা পাওয়া গেছে, তাই পরিত্যক্ত দেখানো হয়েছে। তিনি বলেন, যুবলীগ ক্যাডার মুরাদের ভাই স্বীকার করেছে যে, এগুলো ছাত্রলীগ-যুবলীগ নেতাদের কাছে পাওয়া গেছে। তারপরও পুলিশ এগুলোকে পরিত্যক্ত দেখিয়েছে।
আমির খসরু বলেন, ২০ দলের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নভাবে চিহ্নিত করার জন্যই আওয়ামী লীগ চক্রান্তমূলকভাবে সারাদেশে পেট্রল বোমার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এর আগেও চট্টগ্রামের টাইগারপাসে ছাত্রলীগের কাছে পেট্রল বোমা পাওয়া গিয়েছিলো। সেগুলোও ধামাচাপা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিজিএস কলোনির আওয়ামী লীগ অফিস থেকে ১০ বোতল ভর্তি পেট্রলবোমা ও ৪টি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক দেখানো হয়নি। পুলিশের খাতায় এগুলোকে পরিত্যক্ত দেখানো হয়েছে।
আমির খসরু বলেন, এই অবৈধ সরকারকে রক্ষার জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন-পীড়নের পাশাপাশি নানা রকমের চক্রান্ত এবং অপকৌশলও চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আওয়ামী লীগ ক্যাডাররা সারাদেশে পেট্রল বোমার সন্ত্রাস শুরু করেছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্র অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। শিগগিরই এ সরকারের পতন ঘটবে।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন