ভাই আপনি যদি ঘটনাটা পড়েন আমি নিশ্চিত আপনার চোখে পানি আসবেনা কারনঃ প্রতিনিয়ত দুঃখ যন্ত্রনা সইতে সইতে, চোখের পানি ঝরতে ঝরতে এখন আর পোড়া চোখে পানি নাই।
স্বামীর স্বন্দানে অস্থির স্ত্রী খবর টা পেয়েই ছুটে যান থানায় কিন্তু গোপালি পুলিশ তাকেও গ্রেপ্তার করে চালান করে দেয়।
এদিকে শিশু ফারিয়া বাবা মা দুইজন কে হারিয়ে হতবিহল, সে এতকিছু বুঝতে পারার কথা নয়।
তার প্রয়োজন আব্বু আম্মুর।
কিন্তু কোন সে বীর,
কোন সে মুক্তিযোদ্ধা আছে যে ফারিয়া কে সান্তনা দিবে?
অবশেষে আইনজিবির কোলে চড়ে আদালত পারায় পা রাখলো এই যুগের উম্মে সালমার অনুসারিণী শিশু ফারিয়া।
আসামির কাস্টডি নারী পুরুস আলাদা, শিশু ফারিয়া একবার এদিকে ছুটে আবার ওদিকে ছুটে।
মাকে নিওনা বলে পুলিশের পিছনে পিছনে তার আকুতি বুকফাটা চিতকারে আদালতে আওয়ামি বিএনপি জামাত জাসদ সব এক হয়ে কেদেঁছে।
শুধু কাদেঁনি অন্দ আইন আর নিরপেক্ষ বিচারকের মন, জামিন দেয়নি ফারিয়ার আম্মুকে।
এই অবিচার চলতে থাকবে একদিন আপনিও স্বীকার হবেন।
আমাদের শিশু মিস্টিমনি
ফারিয়ার কান্না কি আপনি শুনতে পাচ্ছেন?
মেয়েটির নাম ফারিয়া বয়স দু বছর। আজ এডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবের কোলে চড়ে সে আদালতে এসেছে মা - বাবার সোনা মুখ দেখতে।
তার বাবা একজন কোরআনে হাফেজ নাম আহসান উল্লাহ সাদা রংয়ের পুলিশ তেজগাঁও বাসা থেকে তুলে নিয়ে তিনদিন পর আদালতে উঠায়।স্বামীর স্বন্দানে অস্থির স্ত্রী খবর টা পেয়েই ছুটে যান থানায় কিন্তু গোপালি পুলিশ তাকেও গ্রেপ্তার করে চালান করে দেয়।
এদিকে শিশু ফারিয়া বাবা মা দুইজন কে হারিয়ে হতবিহল, সে এতকিছু বুঝতে পারার কথা নয়।
তার প্রয়োজন আব্বু আম্মুর।
কিন্তু কোন সে বীর,
কোন সে মুক্তিযোদ্ধা আছে যে ফারিয়া কে সান্তনা দিবে?
অবশেষে আইনজিবির কোলে চড়ে আদালত পারায় পা রাখলো এই যুগের উম্মে সালমার অনুসারিণী শিশু ফারিয়া।
আসামির কাস্টডি নারী পুরুস আলাদা, শিশু ফারিয়া একবার এদিকে ছুটে আবার ওদিকে ছুটে।
মাকে নিওনা বলে পুলিশের পিছনে পিছনে তার আকুতি বুকফাটা চিতকারে আদালতে আওয়ামি বিএনপি জামাত জাসদ সব এক হয়ে কেদেঁছে।
শুধু কাদেঁনি অন্দ আইন আর নিরপেক্ষ বিচারকের মন, জামিন দেয়নি ফারিয়ার আম্মুকে।
এই অবিচার চলতে থাকবে একদিন আপনিও স্বীকার হবেন।
আমাদের শিশু মিস্টিমনি
ফারিয়ার কান্না কি আপনি শুনতে পাচ্ছেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন