বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে রাজি নন। তিনি সব বিপদ ও চলমান পরিস্থিতি একাই মোকাবিলা করতে চান। আর এই কারণে তিনি চান না তার ছেলে, পুত্র বধু, তার নাতনীরা বাংলাদেশে আসুক ও তার সঙ্গে থেকে বিপদে পড়–ক। তিনি তার দুর্বল কোন জায়গায় সরকার আঘাত করুক সেটাও চান না। একাই লড়াই করতে চান সরকারের সঙ্গে।
উৎসঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন