ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

আমাদের যারা আওয়ামী লীগ করেন আবার নিজেকে মুসলমান হিসেবে পরিচয়দিতে গর্ববোধ করেন তারা নিচের লেখাটি পড়ুন

আমাদের যারা আওয়ামী লীগ করেন আবার নিজেকে মুসলমান হিসেবে পরিচয়দিতে গর্ববোধ করেন
তারা নিচের লেখাটি পড়ুন এবং তারব্যাখ্যা দেন।
✔ ১৯৫৫ সালে "আওয়ামী মুসলিম লীগ" শব্দ থেকে মুসলিম বাদ দিয়ে শুধুআওয়ামীলীগ করে ।
✔ শেখ মুজিবুর রহমান চট্টগ্রামবিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে (পড় সে প্রভুর নামে যিনি তোমায়সৃষ্টি করেছেন)
কোরানের এই আয়াততুলে দেন,ধর্মীয় শব্দ বলে।
✔ শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে "রাব্বি যিদনী ইলমা" অর্থ"প্রভুহে আমায় জ্ঞান দাও।"
-কোরানের এইআয়াতটিও তিনি তুলে দেন তার প্রচন্ডক্ষমতা বলে ধর্মীয় শব্দের অযুহাতে।
✔ "কবি নজরুল ইসলাম কলেজ" থেকে ইসলামবাদ দিয়ে, "কবি নজরুল কলেজ"করা হয়। অপবাদদেন ধর্মীয় দৃষ্টিভঙ্গির।
✔ঢাকাবিশ্ববিদ্যালয়ের"সলিমুল্লাহ মুসলিম হল" থেকে মুসলিম শব্দ বাদদিয়ে "সলিমুল্লাহ হল" করা হয়। অথচভারতের মত কট্টরহিন্দুয়ানী দেশে ২০০ শত বছরেরপুরানো বিদ্যাপীটআলীগড় মুসলিম বিশ্ববিদ্যালেয় নামের সাথে মুসলিম শব্দ আজওটিকে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন