সবুজ মাঠে নামাজরত দৃশ্য কতই না সুন্দর লাগছে |
মুসলিম আমি, সংগ্রমি আমি, আমি চির রনবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবির। প্রকৃত মুসলিমরা তো এমনি হয়ে থাকে। আর সে যাই করুক, নামাজের সময় হলে তাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কারন কিয়মতের দিন সবার আগে নামাজের হিসেব নিবেন মহান আল্লাহ। যারা নামাজের হিসেবে উত্তীর্ণ হতে পারবেন, তাদের আর কোন চিন্তা থাকবে না। ঈমান আনার পরই একজন মুসলিমকে নামাজের মাধ্যমে প্রমান করতে হয় সে সত্যি আল্লাহর আনুগত্য করছে। তাছাড়া নামাজ বেহেস্তের চাবী। নামাজ আদায় না করলে জান্নাতে প্রবেশের সুযোগ থাকবেনা। মুসলিম অথচ নামাজ আদায় করবে না, এমনটা চিন্তা করা যায় না। পবিত্র কুরআনের সূরা মাউনে আছে, যারা নামাজে উদাসীন তাদের ওয়েল নামক দোজখে নিক্ষেপ করা হবে। তাই সকল মুসলিম ভাই-বোনকে সময় মত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন