আজ বকশীবাজারে আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে দুর্নীতির এক মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে যে ভয়াবহ সংঘর্ষ হয় তা আমাকে আবার ২৮ অক্টোবর, ২০০৬ এর আওয়ামী নৃশংসতাকে স্মরন করিয়ে দেয়।
আওয়ামী লীগের বর্বরতা ৭ বছর ক্ষমতায় থাকার পরও যে একটুও কমেনি তা আবার বুঝলাম যখন দেখলাম সেই একই ভাবে বিএনপির কর্মীদেরকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে সেই একইভাবে তার উপর নেচে যাচ্ছে আওয়ামী গুন্ডারা।
পুলিশও সেইদিনের সেই একই ভুমিকায়। চেয়ে চেয়ে দেখলাম, ছাত্রলীগ মেরে গেলো...এই টাইপ আর কি...সম্পুর্ন নিরব থেকে ছাত্রলীগকে ১২টা বাজানোর সুযোগ করে দিলো তারা....
আরও দেখলাম, ঢাকা মেডিকেলে যখন আহত বিএনপি কর্মীরা চিকিৎসার জন্য যাচ্ছে, তখন তাদেরকে চিকিৎসা তো দেয়া হলোই না। উল্টা ঢাকা মেডিকেলের আওয়ামী নিয়োগপ্রাপ্ত স্টাফরা ঐ আহতদেরকে মারতে মারতে রক্তাক্ত করে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে।....
২৮ অক্টোবর, ২০০৬ তে যেমন মরলে শহীদ বাঁচলে গাজী-কথাটার অপব্যাখ্যা করে মিডিয়ারা ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মত্যাগকে পঁচানোর চেষ্টা করেছে; আজও দেখলাম মিডিয়া আওয়ামী বর্বরতাকে ঢাকতে গিয়ে কোথাকার কোন ছবি বিশ্বাস এমপির গাড়ী ভাংচুরকে বিরাট হাইলাইট করছে....
এত কিছুর পরও কি আমাদের ঘুম ভাংবেনা? আওয়ামী অপশাসন আর বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবী।
ছবি কার্টেসী: বাংলা নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন