রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে আটকে পড়া (অনিশ্চিত) শিশু জিহাদের বাবা নাসির উদ্দিন বকুলকে পাঁচ ঘণ্টা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
এ সময় শাহজাহানপুর থানার পুলিশের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেন নাসির। তিনি বলেন, ‘শুক্রবার রাত আড়াইটার দিকে উদ্ধার কাজ চলার সময় মিডিয়া বিরক্ত করতে পারে বলে নিরাপত্তা দিতে পুলিশ আমাকে শাহজাহানপুর থানায় নিয়ে যায়। থানায় নিয়ে জিহাদ পাইপে পড়েনি বলে বক্তব্য দিতে পুলিশ আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।’
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানান নাসির। তিনি বলেন, ‘সেই পুলিশ কর্মকর্তা আমাকে বলেন, তোমার ছেলে পাইপে পড়ে যায়নি। তুমি তাকে লুকিয়ে রেখেছো। আমি তাকে বলি, আমি কেন নিজের ছেলেকে লুকিয়ে রাখবো! তখন তিনি বলেন, তাহলে অন্য কেউ লুকিয়ে রেখেছে, অপহরণ করতে পারে। আমি তাকে তবু বলতে থাকি, আমি একজন গরিব মানুষ- আমার ছেলেকে কেউ কেন অপহরণ করবে। এ সময় পুলিশ কর্মকর্তা ধমকের সুরে বলেন, তাহলে তুই তাকে লুকিয়ে রেখেছিস।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন