থানার ওপেন ডে হাউজ অনুষ্ঠানে এবার ক্ষমতাসীন দলের নেতার ভূমিকায় অবতীর্ণ হলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল। এতে পুলিশসহ নগরীর সচেতন মহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে সরকারি দলের নেতাদের মত তথাকথিত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের সমালোচনার জবাবও দেন সরকারি এই কর্মকর্তা। এতে তিনি টক শো ব্যক্তিত্বদের ‘বাকজীবীরা জ্ঞানপাপী’ বলে কটাক্ষের সুরে বলেন, সেখানে (টেলিভিশন চ্যানেলে) গেলে তাঁরা দুই হাজার টাকা পান। এসি গাড়িতে করে সেখানে গিয়ে বাক দিয়ে আসেন। তাঁদের কথাগুলো শুনবেন না। আলোচনা অনুষ্ঠানগুলো থেকে সমস্যা সমাধানের কোনো পথ বেরিয়ে আসবে না।
সোমবার নগরীর বাকলিয়া থানায় ওপেন ডে হাউস ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিরোধী দলের সহিংস আন্দোলনের সমালোচনাও উঠে আসে জলিল মন্ডলের বক্তব্যে। বর্তমান সরকারকে কাজ করতে সময় দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন