ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

আমের সাথে আমলকি

জামায়াত নেতাদের এরকম 
অপরাধ ইতিহাসের ধারাবাহিকতা বৈ আর কিছুই নয় ।অন্য সকল অপরাধীর সাথে জামায়াতের নেতাদের মিলিয়ে ফেলা আমের সাথে আমলকিকে তুলনা করার মত। অন্যরা অপরাধী হলে প্রাণভিক্ষা চায়,
জামায়াতের নেতারা ফাঁসির
দড়িকে হাসিমুখে বরণ করে স্বর্গপানে এগিয়ে যায় কারণ তারা জানে তাদের অপরাধ যুদ্ধাপরাধ নয়, তাদের অপরাধ তাওহিদ প্রচারের অপরাধ, তাদের অপরাধ ধর্মহীন খোদাদ্রোহীদের প্রতিরোধ করার
অপরাধ, ভারতের আধিপত্যবাদের
বিরূদ্ধে লড়াই করার অপরাধ, তাদের
অপরাধ ফ্যাসিবাদী জালেমদের
বিরূদ্ধে অসহায় মজলুমদের অধিকার
আদায়ের জন্য সংগ্রাম করার অপরাধ। এই অপরাধ সব মহামনীষীরাই করেছেন।
এটি জালিমদের কাছে অবশ্যই অপরাধ, যেমন অনেক ফরাসী বিপ্লবীরা করেছেন,
সক্রেটিস করেছেন, করেছেন ইরানের
বিপ্লবীরা। তাদের তাই প্রাণ
দিতে হয়েছে গিলোটিনে, হেমলকে বা গুলিতে। তবে হে বাংলাদেশী জানোয়ার
রা, সাবধান হও, জামায়াতের
নেতাদের প্রতি এ হত্যাকান্ডের পথ
ধরেই এই জমিনে বিপ্লব অত্যাসন্ন।
যেদিন বাংলার জমিনে উঠবে ইসলামের বিজয় নিশান ,শাহবাগে হবে কোরাআনের
তাফসীর ,আর বাংলাদেশের
প্রতি ইঞ্চি জমিতে ছডিয়ে পডা বিপ্লবীদের
রক্ত যে দিন কথা বলবে সেদিন
কি হবে তোমাদের ?,
তোমাদেরকে মানুষ সেদিন
ক্ষমা করবে তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন